ক্রিকেট ক্যারিয়ারকে আরো দীর্ঘ করতে বেশ হার্ডলাইনে মুস্তাফিজুর রহমান। ইঙ্গিত দিয়েছিলেন টেস্ট ক্রিকেট আর চালিয়ে যেতে চান না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া চুক্তিপত্রে মুস্তাফিজ লিখেছেন, টেস্টে পাওয়া যাবে না তাকে। এতদিন সবই ঠিকঠাক চলছিল, তবে হঠাৎ করেই বেঁকে বসেছে বিসিবি। প্রয়োজনে মুস্তাফিজকে আইপিএল থেকে ডেকে পাঠিয়ে আসছে শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলানোর ভাবনা আছে বোর্ডের।
আজ (২৩ এপ্রিল) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা ক্রিকেটারদেরকে একটা ফরম্যাট পাঠিয়েছিলাম, কে কোন ফরম্যাট খেলতে চায় । যারা যারা টেস্ট খেলতে চায় বা তিনটাই খেলতে চায় কিংবা দুটা খেলতে চায়- সে অনুযায়ী তাদের রাখা হয়েছে।
সাথে যোগ করেন মুস্তাফিজের টেস্ট খেলার বিষয়টি , মুস্তাফিজ টেস্টের জন্য নাম লেখায়নি, সে বলেনি যে টেস্ট খেলতে চায়। ও বললো কি বললো না, সেটা বড় কথা নয়। মুস্তাফিজকে যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।
কিছুদিন আগেই টেস্ট খেলতে চান না জানিয়ে এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, আমি টেস্ট খেলতে চাই কি চাই না, এটা যদি ক্রিকেট বোর্ড আমার কাছে জানতে চায়, সেখানেই নিজের ভাবনা জানাব। সাধারণত দেখি আমার সিনিয়র ভাইরা বিসিবি সভাপতির সাথে কথা বলে থাকেন। আমিও সভাপতির সাথে কথা বলব। যদিও তিনি আমার ব্যাপারটা ভালো করেই জানেন। বিসিবি এ ব্যাপারে আমাকে কখনই জোর করেনি। বিসিবির বর্তমান লাল বলের চুক্তিতেও আমি নেই।
এপ্রিল ২৩,২০২২ at ::০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.