শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের এ দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। দলে ফিরেছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসান। তবে ইনজুরির কারণে নেই দারুন ছন্দে থাকা পেসার তাসকিন আহমেদ। দলে নতুন ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
ফিটনেস উতরানো সাপেক্ষে দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়ে যাওয়া এবাদত হোসেনও আছেন ১৬ সদস্যর দলে। বাদ পড়েছেন ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।
সাকিবের সাথে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ রয়েছেন দলে। শরীফুল-ইবাদতের সাথে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচজন।
বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দল
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
এপ্রিল ২৪,২০২২ at ::০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.