Take a fresh look at your lifestyle.

মসলার বাজারে আগুন!

Get real time updates directly on you device, subscribe now.

রমজানের শুরুতে জিরা, দারুচিনি, আদা, এলাচসহ মসলা জাতীয় পণ্যের দাম কেজিতে প্রায় ৪০-৫০ টাকা বেড়েছে। এখনও একই দামে বিক্রি হচ্ছে এসব মসলা। তার সাথে নতুন করে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ইদ সামগ্রী কেনার পর মসলা কিনতে বিপাকে পড়েছেন নিন্ম ও মধ্যআয়ের ক্রেতারা।

ক্রেতারা অভিযোগ করে বলছেন, নিত্যপণ্যের মতো মসলা আমাদের অপরিহার্য পণ্য। রান্না করলে অবশ্যই মসলার ব্যবহার করতে হয়। রমজান মাসজুড়ে এসব নিত্যপণ্যের দাম বেশি ছিল। এখন ইদের এক সপ্তাহ বাকি থাকলেও দাম আর কমছে না। বাড়তি দামেই বাধ্য হয়ে আমাদেরেএসব পণ্য কিনতে হচ্ছে।

বাজারগুলোতে প্রকারভেদে জিরা বিক্রি হচ্ছে ৪০০-৫৫০ টাকা কেজিতে। আর পাড়ার দোকানগুলোতে ১০০ গ্রাম জিরা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। দারুচিনির কেজি বিক্রি হচ্ছে ১৪৫০ থেকে ১৫৫০ টাকায়। এলাচ বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ৩০০০ হাজার টাকা কেজিতে। যা রমজানের আগে ছিল ১৭০০ টাকা ২৬০০ টাকা।

৬০ থেকে ৭০ টাকার দেশি আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে, যা ছিল ৯০ থেকে ১২০ টাকা। শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকা কেজিতে। রমজানের শুরুতে ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজি।

আরো পড়ুন:
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
এ বছর দশ লাখ হজযাত্রী পাচ্ছেন সৌদিতে প্রবেশের অনুমতি

সরকারি বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে, রাজধানীতে এক মাস আগে জিরা কেজি বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪২০ টাকা। আজ বিক্রি হচ্ছে ৩৮০ টাকা থেকে ৪৫০ টাকা কেজিতে।

এপ্রিল ২৫,২০২২ at ১৯:২০:০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: