সংযুক্ত আরব আমিরাত থেকে খেজুর আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশি সিগারেট আনা হয়েছে। এ সময় একটি কন্টেইনারে ৫৫ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। এ চালানে ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল চট্টগ্রামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
চট্টগ্রামের কোতোয়ালী থানার আমদানিকারক প্রতিষ্ঠান সূচনা ইন্টারন্যাশনাল সংযুক্ত আরব আমিরাত থেকে খেজুর ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করা হয়।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার বলেন, পণ্য চালানটি ২০২১ সালের ৩০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে। দীর্ঘদিন পার হলেও আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল না করায় কায়িক পরীক্ষার লক্ষ্যে রোববার সংশ্লিষ্ট কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন করার জন্য ইস্পাহানি সামিট অ্যালাইন্স টার্মিনালকে পত্র দেওয়া হয়।
কাস্টম হাউস চট্টগ্রামের পরিকল্পনা অনুযায়ী পণ্যচালানটি সংশ্লিষ্ট কন্টেইনার ডিপোর ভেতরে খুলে এআইআর টিম পণ্য পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায় কন্টেইনারে রাখা ২৭৭২টি কার্টনের মধ্যে ১৯৮৩টি কার্টনে সুকৌশলে প্যাকেটের ভেতরে উপরের দিকে খেজুর ও নিচে লুকায়িত মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট রয়েছে।
এপ্রিল ২৫,২০২২ at ১৯:৪৮:০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.