ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এ মৌসুমে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফোটাচ্ছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ ওপেনার ফর্মের তুঙ্গে আছেন। প্রতি ম্যাচে পাচ্ছেন রানের দেখা।
আজ (২৬ এপ্রিল) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে নতুন রেকর্ড গড়েছেন বিজয়। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন আগেই, আজ প্রিমিয়ার লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মালিক বনে গেলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ডিপিএলের এ মৌসুমে নিজের ১২তম ইনিংসে সাইফ হাসানকে টপকে লিস্ট এ ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান বিজয়। আজ ১৪তম ইনিংসে ছাড়ালেন ১ হাজার রানের গণ্ডি।
বিজয়ের ব্যাটে শুরু থেকেই ফুটছেলো রানের ফোয়ারা। সুপার লিগের আগে ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে ও ৯৭.৯৮ স্ট্রাইক রেটে এনামুলের রান ৭২৮।
সুপার লিগের সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ২০১৯ সালে সাইফ হাসান ৮১৪ রান করেছিলেন ১৬ ইনিংসে। আজ এনামুল ছাপিয়ে গেছেন নিজেকে।
এপ্রিল ২৬,২০২২ at ১৬:১৪:০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.