Take a fresh look at your lifestyle.

ডিপিএল শিরোপা জিতল শেখ জামাল

Get real time updates directly on you device, subscribe now.

শেখ জামাল ধানমন্ডি ক্লাবরে উৎসবে ভাসার দিন আজ । নুরুল হাসান সোহানের অপরাজিত ৮১ রানের ইনিংসে ভর করে আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ধানমন্ডির এ ক্লাবটি।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিং নেয় আবাহনী। শেখ জামাল বোলারদের নৈপুণ্যে ৬ উইকেটে ২২৯ রান করেন মোসাদ্দেক হোসেনের দল। রান তাড়া করতে নেমে ৪৭ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
ডিপিএলে এটিই শেখ জামালের প্রথম শিরোপা। ১৪ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। লিগে এখনো ১ ম্যাচ বাকি আছে তাদের।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। বিপদের মুহূর্তে দলের হাল ধরেন সোহান, মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। ষষ্ঠ উইকেট জুটিতে পারভেজ রসুলকে নিয়ে শুরু হয় সোহানের লড়াই।

দুই জনে থিতু হয়ে উল্টো আবাহনীর উপর চাপ বাড়িয়ে দেন। তাদের এ জুটি থেকে আসে ৭২ রান। নাজমুল হোসেন শান্তর বলে ৪০ বলে ৩৩ রান করে আউট হন রসুল। কিন্তু এক প্রান্ত আগলে রাখেন সোহান।

৬১ বলে ৫ চার ও ১ ছক্কায় দেখা পান ফিফটির। ৮ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন সোহান। ৪ চার ও ২ ছক্কায় জিয়া খেলেন ২৬ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস।

এর আগে টস জিতে ব্যাটিং নেয়া আবাহনী ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে। মোহাম্মদ নাঈম শেখ ১৬ রান করে ফেরেন পারভেজ রসুলের শিকার হয়ে। লিটন দাস ৪ আর নাজমুল হোসেন শান্ত ৮ রান করে আউট হন। এরপর প্রতিরোধ গড়েন তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব।

আরো পড়ুন:
পিএসজিতেই থাকছেন মেসি
রেকর্ড গড়ে এক হাজারি ক্লাবে বিজয়

৩৯তম ওভারের শেষ বলেআউট হন হৃদয়। ৭৫ বলে ৪ চারে ৫৩ রান করেন তিনি। তারপর সাইফ হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ। ৪৪ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। মোসাদ্দেক হোসেন থিতু হয়েও ফেরেন ১৫ রান করে।

১৫৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর আবাহনীকে রক্ষা করেন সাইফউদ্দিন আর জাকের আলী। দুজনে ৭৫ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন অপরাজিত থেকে। তাতে ২২৯ রানের লড়াকু স্কোর পায় আবাহনী। শেখ জামালের হয়ে ২ উইকেট নেন জিয়াউর রহমান।

 এপ্রিল ২৬,২০২২ at ২১:১৪:০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: