দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। প্রতিটি ম্যাচেই গোলমুখে জাদু দেখাচ্ছেন। লিভারপুলের হয়ে এ মৌসুমে ইতোমধ্যে ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি, গোল বানিয়ে দিয়েছেন ১৪ টি।
প্রিমিয়ার লিগে এ মৌসুমে সর্বোচ্চ ২২ গোল এবং সর্বোচ্চ ১৩ অ্যাসিস্টও তার। এ নিয়ে টানা তিন মৌসুমে লিগে ২০ বা তার অধিক গোলের রেকর্ড গড়লেন সালাহ, লিভারপুল ইতিহাসে তার আগে কেউ করে দেখাতে পারেনি। সবমিলিয়ে লিভারপুলের হয়ে স্বপ্নের মতো একটা সময় পার করছেন মিশরীয় এ ফুটবল তারকা।
এ মৌসুমে গোলমুখে তার এ অনন্য নৈপুণ্যের জন্য ইংল্যান্ডের ফুটবল লেখক অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। গত বছর এ পুরস্কার জিতেছিলেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াজ।
ইংলিশ ফুটবলের সম্মানজনক এ পুরস্কার এর আগেও জিতেছেন সালাহ, ২০১৮ সালে প্রথমবার এই খেতাব তার হাতে উঠেছিল। সালাহ’র আগে দুইবার এই পুরস্কার জিতেছিলেন শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনালদো।
এ মৌসুমে ইউরোপের একমাত্র দল হিসেবে কোয়াড্রপলের লক্ষ্যে ছুটছে সালাহ’র দল লিভারপুল। লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির চেয়ে মোটে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা, চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে অলরেডরা। আর ঘরোয়া দুই কাপ প্রতিযোগিতার মাঝে চেলসিকে হারিয়ে লিগ কাপ জেতা হয়ে গেছে লিভারপুলের, এফএ কাপের ফাইনালে আগামী ১৪ মে সেই চেলসির বিপক্ষেই আবার মাঠে নামবে দলটি।
এপ্রিল ২৯.২০২২ at ২১:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.