Take a fresh look at your lifestyle.

কবে ঈদ, জানা যাবে আগামীকাল সন্ধ্যায়

Get real time updates directly on you device, subscribe now.

এক মাস সিয়াম সাধনার শেষে আসে ঈদ। শাওয়াল মাসের প্রথমদিন ঈদ উদযাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শাওয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল (১ মে) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ দিন সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করবে কমিটি। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।
আজ (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন ২ মে (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে ৩ মে (মঙ্গলবার)।

আরো পড়ুন:
রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ
থানার ভেতরে স্বামীর সামনে স্ত্রীর বিষপান

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে কিংবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এপ্রিল ৩০,২০২২ at ১০:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাশি

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: