জমি সংক্রান্ত বিরোধের জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আজ (সোমবার) উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন মিয়া (২৫) কলিম উদ্দিনের ছেলে।
নাগরপুর থানার এসআই মাসুদ এ বিষয়ে জানান, জমিজমা নিয়ে তাদের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে কলোহ চলে আসছিল। পুনরায় জমি নিয়ে ছোট ভাই সুমনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আতোয়ার মিয়া ফলা দিয়ে ছোট ভাইকে আঘাত করে।
সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তারা দুজন সৎ ভাই ছিলেন।
মে ০৯,২০২২ at ১৭:০১:০০(GMT+06)
দেশদর্পণ/আক/শাশি
Comments are closed, but trackbacks and pingbacks are open.