পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবে নারী, শিশুসহ ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন।
রবিবার ২৫ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৩ টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
Related Posts
বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আর আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।
এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। নৌকা ডুবিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের ডুবরী দল।
সেপ্টেম্বর ২৫,২০২২ at ২১:১২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /হুক /শই
Comments are closed, but trackbacks and pingbacks are open.