দীর্ঘ অসুস্থতার পরে মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। শনিবার (৪ ফেব্রুয়ারি) আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি মারা যান। পারভেজ মোশাররফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে পরিবার। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন, এটি একটি বিরল রোগ, যা শরীর জুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে। অ্যামাইলয়েড প্রোটিনের কারণে মানব শরীরের অঙ্গ এবং টিস্যুগুলি সঠিকভাবে কাজ করতে পারে না।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.