অদ্য ৩০ শে মার্চ ২০২৩ ইং তারিখ আনুমানিক ২:৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ঢাকা উত্তরখান থানাধীন উজামপুর এবং মৈনারটেক এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, লাইসেন্স বিহীন মোড়ক জাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ, বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২ এবং বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারাা মোতাবেক “মেসাস গ্রীন ৯ কোম্পানী লিমিটেড” এর স্বত্বাধিকারী মো. শাহাদত হোসেন (৪৬) ’কে ৫০,০০০/- টাকা,“আসাদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” এর স্বত্বাধিকারী মো. শহর উদ্দিন (৩৮),কে ৫০,০০০/- টাকা, তামান্না এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী সরকার মোঃ শামীম আহমেদ (৫৩), কে ৫০,০০০/- টাকা, এবং “মা এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী মো. দেলোয়ার (৫২) কে ১০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৬০,০০০/- টাকা জরিমানা করেন।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মার্চ ৩০, ২০২৩ at ২১:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রই/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.