Take a fresh look at your lifestyle.

পুতিনের সাইবার হামলার নীলনকশা ফাঁস!

Get real time updates directly on you device, subscribe now.

সাইবার আক্রমণের পরিকল্পনা নিয়ে রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এনটিসি ভলকানের কাছ থেকে এসব নথি ফাঁস হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সাইবার আক্রমণে পুতিনের নীলনকশা ফাঁস হয়েছে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। খবর গার্ডিয়ানের।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই সুযোগ খুঁজছিলেন সংক্ষুব্ধ এক ব্যক্তি। পরে নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি এনটিসি ভলকানের কাছে মজুত সাইবার আক্রমণের বিষয়ে থাকা কয়েক হাজার পৃষ্ঠার নথি এক জার্মান সাংবাদিকের কাছে তুলে দেন।

ফাঁস হওয়া নথিতে কম্পিউটার প্রোগ্রাম এবং ডাটাবেসের একটি বিশদ বিবরণ রয়েছে, যেখানে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এবং হ্যাকিং গোষ্ঠীগুলোকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাইবার দুনিয়ার দুর্বলতা আরও ভালোভাবে খুঁজে বের করতে, সেখানে আক্রমণ চালাতে এবং তার সমন্বয় করতে ও প্রতিপক্ষের নেটদুনিয়া অনলাইন কার্যকলাপ নিয়ন্ত্রণ করার বিষয়ে আলোকপাত করা হয়েছে।

ভলকান নথিতে রাশিয়ার সরকার সমর্থিত হ্যাকিং গোষ্ঠী স্যান্ডওয়ার্মের বিষয়েও আলোকপাত করা হয়েছে। গোষ্ঠীটির সঙ্গে রাশিয়ার সামরিক এবং গুপ্তচর সংস্থাগুলোর গোপন লেনদেনের বিষয়টিও তুলে ধরা হয়েছে নথিতে। একটি বিরল উইন্ডো অফার করে। মার্কিন কর্মকর্তারা স্যান্ডওয়ার্মকে ইউক্রেনে দুবার বিদ্যুৎ ব্ল্যাক-আউটের জন্য অভিযুক্ত করেছেন।

নথির তথ্যে বলা হয়েছে, সাইবার আক্রমণ শুরু করা, বিভ্রান্তি ছড়ান এবং ইন্টারনেটে দুনিয়ায় নজরদারি আরও শক্তিশালী করার জন্য রুশ গোয়েন্দা সংস্থাগুলো মস্কোভিত্তিক প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান এনটিসি ভলকানের সঙ্গে কাজ করেছিল।

এদিকে নথি ফাঁসের বিষয়ে এখনো মুখ খোলেনি এনটিসি ভলকান বা ক্রেমলিন। ভলকানের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তারা প্রশ্নসহ একটি ইমেইল পেয়েছেন।

তিনি বলেছেন, ভলকান যদি ইমেইলটির বিষয়বস্তু আগ্রহ উদ্দীপক বলে মনে করে, তবে উত্তর দেবে। পাশাপাশি ক্রেমলিনের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ করা হলেও তারা কোনো জবাব দেননি।

মার্চ ৩১, ২০২৩ at ১১:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/যু/সুরা

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: