Take a fresh look at your lifestyle.

৩১ মার্চ নামাজের সময়সূচি

Get real time updates directly on you device, subscribe now.

নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে। দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত।

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ বাংলা, ৮ রমজান ১৪৪৪ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি:

জোহর: ১২টা ০৬ মিনিট।

আসর: ৪টা ৩০ মিনিট।

মাগরিব: ৬টা ১৭ মিনিট।

এশা: ৭টা ৩০ মিনিট।

ফজর: ৪ টা ৩৬ মিনিট (১ এপ্রিল)

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে:

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: -০৫ মিনিট

সিলেট: -০৬ মিনিট

যোগ করতে হবে:

খুলনা: +০৩ মিনিট

রাজশাহী: +০৭ মিনিট

রংপুর: +০৮ মিনিট

বরিশাল: +০১ মিনিট

সূত্র- সময় নিউজ।

মার্চ ৩১, ২০২৩ at ১২:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: