দিনাজপুরের বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। (৩০ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ টায় দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডাব্লিউবি কার্ডের চাল বিতরণ করেন দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মাসুদুর রহমান,ট্যাগ অফিসার পিয়াস ইবনে হাবিব, ওয়ার্ড সদস্য মুক্তার হোসেনন, ওয়ার্ড সদস্য আজগার আলী, ওয়াড সদস্য রবিউল ইসলাম ওয়ার্ড সদস্য আজগর আলী মন্ডল(২) ওয়াড সদস্যা মোছ. ফেনসী আরা বেগম, ওয়াড সদস্যা মোছা. আরিফুননা বেগম, সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, ৪০২ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪০২ জন ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
মার্চ ৩১, ২০২৩ at ১৬:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নূই/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.