ভাড়া করা বিমানে করে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য সকালে দেশ ছাড়েন মোস্তাফিজুর রহমান। দুপুরে ভারতে পৌঁছানোর পর তিনি দলের সঙ্গে যোগ দিলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে একাদশে জায়গা পাননি। কাটার মাস্টারের না খেলা ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখেছে দিল্লি।
টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত কী তাহলে টি-টোয়েন্টিতে ভুল প্রমাণ হতে যাচ্ছে! টি-টোয়েন্টি ক্রিকেটে টস জিতলেই ফিল্ডিং- এটা যেন স্বতঃসিদ্ধ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে, আইপিএলের দ্বিতীয় দিন দুই ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়ে হেরেছে সংশ্লিষ্ট দুটি দল।
দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টস জিতে ফিল্ডিং নিয়ে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস।
টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল স্কোর গড়ে তোলে লখনৌ সুপার জায়ান্টস। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস।
এপ্রিল ০২, ২০২৩ at ১১:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.