Take a fresh look at your lifestyle.

নানা আয়োজনে যবিপ্রবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Get real time updates directly on you device, subscribe now.

আনন্দ র‍্যালি,দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসাসেবা প্রদান, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি ল্যাবরেটরি উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এবং বিপিএ স্টুডেন্ট উইং অব জাস্টের সার্বিক সহযোগিতায় যবিপ্রবিতে আজ ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।

রবিবার (২ রা এপ্রিল) সকাল ১০টায় যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। র‍্যালিটি প্রথমে ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে থেকে শুরু হয়ে মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবন, স্যার জগদীশ চন্দ্র বোস একাডেমিক ভবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের সামনে দিয়ে ও শেখ রাসেল জিমনেশিয়াম হয়ে যবিপ্রবির প্রধান ফটক হয়ে ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য ও জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ।

র‍্যালি শেষে যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় । এছাড়া দিবসটি উপলক্ষ্যে অটিজম রয়েছে এমন শিশুদেরকে বিশেষ যত্নসহকারে ফ্রি চিকিৎসা দেয়া হয় ও চিকিৎসা নিতে আসা বাচ্চাদেরকে গিফটও চকলেট দেয়া হয়।

র‍্যালিটিতে আরও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ড.অভিনু কিবরিয়া ইসলাম,বিভাগটির সহযোগী অধ্যাপক ডা.জাহিদ হোসেন, ও ডা.এহসানুর রহমান রবিন, প্রভাষক ডা.কাজী মো.এমরান হোসেন এবংবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,চেয়ারম্যান,শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা।

উল্লেখ্য,ক্লিনিক্যাল সার্ভিস চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের চিকিৎসা সেবা বঞ্চিত মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা,শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে যাচ্ছে এ বিভাগটি।যার সুফল পাচ্ছে সবাই।

এপ্রিল ০২, ২০২৩ at ১৭:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ফহা/সুরা

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: