কর্মস্থল, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ হাইকোর্টের
কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিং মলসহ জনসমাগমস্থলে এবং সরকারনিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (২ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
২০১৯ সালে ব্রেস্ট ফিডিং রুম ও বেবি কেয়ার কর্নার স্থাপনে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন ৯ মাস বয়সি শিশু উমাইর বিন সাদী ও তার মা আইনজীবী ইশরাত হাসান। সেই রিটের শুনানি নিয়ে ওই বছরই রুল জারি করেন আদালত। সেই রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত যথাযথ ঘোষণা করে এ রায় দেন।
আইনজীবী ইশরাত হাসান জানান, আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। রায়ে কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিং মলসহ জনসমাগমস্থলে এবং সরকারনিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন।
এপ্রিল ০২, ২০২৩ at ১৯:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইমি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.