Take a fresh look at your lifestyle.

কর্মস্থল, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ হাইকোর্টের

Get real time updates directly on you device, subscribe now.

কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিং মলসহ জনসমাগমস্থলে এবং সরকারনিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (২ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

২০১৯ সালে ব্রেস্ট ফিডিং রুম ও বেবি কেয়ার কর্নার স্থাপনে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন ৯ মাস বয়সি শিশু উমাইর বিন সাদী ও তার মা আইনজীবী ইশরাত হাসান। সেই রিটের শুনানি নিয়ে ওই বছরই রুল জারি করেন আদালত। সেই রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

আইনজীবী ইশরাত হাসান জানান, আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। রায়ে কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিং মলসহ জনসমাগমস্থলে এবং সরকারনিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন।

এপ্রিল ০২, ২০২৩ at ১৯:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইমি/সুরা

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: