ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শনিবার সন্ধ্যায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
রোববার বেলা সাড়ে ১১টার সময় তার নিজ গ্রাম যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঝিকরগাছা উপজেলা প্রশাসন তাকে গার্ড অব অনার প্রদান করেছেন। একই স্থানে মরহুমের জানাযার নামাজ শেষে পারবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদানের সময় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক ও থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত সহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জন ডা. এএইচএম আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুল আলম মন্টু, মুক্তিযোদ্ধা শাহাজান আলী, মুক্তিযোদ্ধা শফিউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রব, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, আতাউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আছির উদ্দীন, জেলা কৃষক লীগ নেতা আকবর হোসেন জাপানী, উপজেলা কৃষকলীগের সভাপতি আহমেদ ফারুক শান্তি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক আবুল কাশেম।
হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, মরহুমের প্রাক্তণ ছাত্র ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় ও ঝিকরগাছা বিএম স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে স্পেশাল ব্যাচে প্রশাসনিক ক্যাডার যোগদান করে সিনিয়র সহকারী সচিব হিসেবে অবসরে যান। শেষ জীবনে রঘুনাথনগর কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এদিকে প্রিয় শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির।
তিনি বলেন, “আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী” হে মানুষের রব! আপনি তাঁর সন্তান, আপনজন-প্রিয়জনদের জন্য এই কষ্ট সহজ করে দিন। হে দয়াময়, মেহেরবান! আল্লাহ্ সর্বশক্তিমান! আমার-আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু গোলাম মহিউদ্দিন স্যার কে জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসনে সমাসীন করে সম্মানিত করুন-আমীন।
এপ্রিল ০২, ২০২৩ at ২০:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.