সিএমপি চান্দগাঁও থানা কর্তৃক অফিসার ইনচার্জ মো. খাইরুল ইসলামের নের্তৃত্বে বিশেষ অভিযানে ১০২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করেছে।
রবিবার (২এপ্রিল) থানার টিমের এসআই (নিরস্ত্র)/মেহের অসীম দাশ সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে দুপুর ১:২৫ টার সময় ১। আহসান উদ্দিন এরশাদ (৩৮), পিতা-মৃত সুজা উদ্দিন, মাতা-মৃত আনোয়ারা বেগম।
ও ২। মো. নুর উদ্দিন (৩৮), পিতা-শামসুল হক, মাতা-মাহফুজা বেগম দ্বয়কে গ্রেফতার করেন এবং দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ১০২৫ (একহাজার পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আসামীর রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায় ধৃত আসামিদের বিরুদ্ধে সিএমপি সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এই সংক্রান্ত চান্দগাঁও থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
এপ্রিল ০২, ২০২৩ at ১২:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমা/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.