স্মার্ট বাংলাদেশ গঠনে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষাথীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরন করা হয়। রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলা হলরুমে এসব ট্যাব পেয়ে ভিষশ খুশির অনুভূতি প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন সরকার, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, সরবারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, তরুণ সমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে, সঠিক উপায়ে পড়াশুনার কাজে ও শিক্ষনীয় কাজে ট্যাবলেটগুলো ব্যবহারের সু পরামর্শ দেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী।
এপ্রিল ০২, ২০২৩ at ২১:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.