মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নবম ও দশম শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট মোবাইল বিতরণের অংশ হিসাবে চৌগাছা উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট মোবাইল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা মিলায়তনে ৪৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২’শ ৬৪ জন শিক্ষার্থীর মাঝে এই ট্যাবলেট বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমাদের জন্য যে উপহার দিলেন তা যথাযথভাবে ব্যবহার করবে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। তাই শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এই ট্যাবলেট মোবাইল কাজে লাগাবে। লেখাপড়ার সহায়ক হিসাবে এই ট্যাবলেট তোমাদের জন্য বিশেষ উপকারে আসবে বলে আমরা মনে করি।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান ও পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুজ্জামানসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এপ্রিল ০২, ২০২৩ at ২১:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.