বগুড়ার শিবগঞ্জে মসজিদে নামাজ পড়তে গিয়ে হার্ড এ্যাটাকে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে ৫টায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামে। নিহত বৃদ্ধ আলহাজ্ব তছলিম উদ্দিন (৬৫) মৃতঃ আব্দুল করিম এর ছেলে বলে জানা যায়।
নিহতের পুত্রবধূ পাপিয়া বলেন, আমার শ্বশুড় ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, হৈচৈ শুনে সাড়ে ৫টার দিকে বাড়ির বাহির গিয়ে আমার শ্বশুরকে অসুস্থ অবস্থায় দেখতে পাই, বাড়িতে নিয়ে আসলে একটু পরেই সে মারা যায়। আমার শ্বশুড় কিছুদিন হলো হার্ডের অসুখে ভুগছিলেন। একই কথা বলেছেন নিহতের ছেলে জিয়াউর রহমান ও মেয়ে তাছলিমা খাতুন।
নিহতের বড় ভাই আঃ লতিফ (৭০) অভিযোগ করে বলেন, আনিছুর রহমান নামের এক মুসল্লি নামাজের সময় মসজিদের বাহিরে থুথু ফেলতে যাওয়ায় আমার ভাই তছলিম উদ্দীন ঐ ফাঁকা জায়গায় নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শেষে মসজিদের বাহিরে বের হওয়ার পর আমার জামাই আবু সাইদ এর সাথে আনিছুর রহমানের বাক বিতন্ডতা সৃষ্টি হয়। ঐ সময়ে আমার ছোট ভাই নিহত তছলিম উদ্দিন বাঁধা প্রদান করেন।
উক্ত সময়ে আনিছুর রহমানসহ বেশ কয়েকজন মিলে আমার ভাইকে ধাক্কা ধাক্কি করতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলেই আমার ভাই মারা যান। একই কথা বলেছেন নিহতের খালাতো ভাই আবু মুসা। ওই গ্রামের নাম প্রকাশ্যে অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন, রাস্তায় জায়গা নিয়ে নিহতের ভাই ছালাম ও একই গ্রামের শফিকুল ইসলামদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
এ বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আনিছুর রহমানের ভগ্নিপতি আশরাফ মুন্সি বলেন, নিহতের ভাই আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন উক্ত অভিযোগগুলো সত্য নয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তিতে আমিও ঘটনাস্থলে যাই। এ ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এপ্রিল ০২, ২০২৩ at ২১:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রই/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.