বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ইন্ডো-বাংলা শিল্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের আয়োজনে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে দিনব্যাপী এসব কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় আশেপাশের কয়েকটি গ্রাম থেকে আসা প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে ইন্ডোবাংলা শিল্প কর্মশালায় অংশগ্রহণ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা ১০ জন এবং ঢাকাসহ স্থানীয় ১৬ জন শিল্পী।
চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশু-কিশোরেরা জানান, এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। দেশ-বিদেশের শিল্পীদের আগমন এবং তাদের আঁকা ছবি দেখে তারা অনেক কিছু শিখতে পেরেছে।অনুষ্ঠানে আশা দেশ-বিদেশের শিল্পীরা জানান, এ আয়োজনের মধ্য দিয়ে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা হয়েছে। প্রত্যন্ত গ্রামে চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন তারা। আশা করছেন এদের মধ্য থেকে বড় হয়ে অনেকেই নামকরা শিল্পী হবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা গাজী আব্দুন নূর, এস এম সুলতান শিশু চারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিজা হাসানসহ অনেকে।এ অনুষ্ঠানের আয়োজক ও বেনহাটি রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ড. বিপ্লব গোস্বামী জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের চিত্রাংকনে আগ্রহী করে তুলতে এমন আয়োজন করা হয়েছে।
এপ্রিল ০৩, ২০২৩ at ১২:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/শাস
Comments are closed, but trackbacks and pingbacks are open.