কাজিপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল ভোটে বিজয়ী হবে: তানভীর শাকিল জয় এমপি
বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার নবনির্বাচিত পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যড. কেএম হোসেন আলী হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয় ।
তিনি বলেন, রক্তের বন্ধনের মতো কাজিপুর উপজেলা আওয়ামী লীগের বন্ধন, বাংলাদেশের মধ্যে টুঙ্গিপাড়ার পর কাজিপুরের অবস্থান। স্বাধীনতার পর নানা চড়াই উৎরাই পেরিয়ে বিধ্বস্ত কাজিপুরকে উন্নয়নের রোল মডেল করেছেন, আপনারদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আলহাজ্ব মোহাম্মদ নাসিম।
আমার পিতার দূরদর্শী নেতৃত্বের কারণে কাজিপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সুসংগঠিত। আশাকরি, অতীতের মতো আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল ভোটে বিজয়ী হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য।
৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
Comments are closed, but trackbacks and pingbacks are open.