একশন এইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা সহযোগিতায় ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় উদ্দীপন যুব সংগঠন । প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিপদাপন্নতা হ্রাসকরনে সামাজিক কাজ করে আসছে ।
সেই ধারাবাহিকতায় ৩ এপ্রিল সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সুইপার কলোনিতে বসবাসকারী সুইপার পেশায় জড়িত বিশেষ করে যুবদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে ।
পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের মূলস্রোতধারায় সুইপার কমিউনিটির যুবকদের অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয় । কাউকে বাদ দিয়ে দিয়ে নয় বরং সবাইকে নিয়ে আদর্শ ফুলবাড়ী গঠন করায় যুবদের লক্ষ্য।
এ সময় সুইপার কমিউনিটির দিলীপ দাস,প্রান্ত, রিনা রানী, নেপাল সহ অনেকে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় নারী যুব অধিকার,শিক্ষা,জলবায়ু বিষয়ে আলোচনা করেন উদ্দীপন যুব সংগঠনটির সভাপতি শাহিন আলম এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান , সদস্য তিশা, সৃষ্টি,মেহেদী হাসান প্রমুখ।
এছাড়া নারী ও যুব অধিকার নিয়ে আলোচনা করেন লুৎফর রহমান প্রজেক্ট অফিসার ইউএসএস। আলোচনা শেষে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে বেশি করে গাছ লাগানোর প্রেক্ষিতে সকল অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা ও শাকসবজি বীজ বিতরণ করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.