জেলার ক্ষেতলালে রাতের আধারে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার ছোটতারা গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মোজাফফর হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, উপজেলার ছোটতারা গ্রামের মাছ চাষী মোজাফফর হোসেন দির্ঘদিন যাবত নিজস্ব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে।
ছোটতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত ৬০ শতাংশ পুকুরটিতে আট থেকে নয় মাস পূর্ব থেকে প্রায় দুই লক্ষ টাকার রুই, কাতলা, মিগ্রেল, হাংরি, জাপানি ও পাংগাসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে বড় করতে থাকে।
পূর্ব শত্রুতার জের ধরে রবিবার দিবাগত রাতে কে বা কাহারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষকরা প্রায় ৩৫ মন মাছ মরে ভেসে উঠে। তার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
ভুক্তভোগী মাছ চাষী মোজাফফর হোসেন জানান, রবিবার দিবাগত রাতে কে বা কাহারা আমার নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি ক্ষেতলাল থানায় একটি অভিযোগ করেছি।
এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম জানান, এবিষয়ে ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.