Take a fresh look at your lifestyle.

সৌদিতে ১৪ বছর পর রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর

Get real time updates directly on you device, subscribe now.

পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। গত ১৪ বছরে দেশটিতে রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকরের এমন ঘটনা ঘটেনি।

সৌদি প্রেস এজেন্সির বরাত দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ মার্চ ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই দিন ছিল রমজান মাসের পাঁচ তারিখ। ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যানস রাটইস (ইএসওএইচআর) নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০০৯ সালের পর ১৪ বছর পর প্রথমবারের মতো সৌদিতে পবিত্র রমজানে এমন কিছু ঘটল।

পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। গত ১৪ বছরে দেশটিতে রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকরের এমন ঘটনা ঘটেনি।

সৌদি প্রেস এজেন্সির বরাত দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ মার্চ ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই দিন ছিল রমজান মাসের পাঁচ তারিখ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি একজন সৌদি নাগরিক। একজনকে ছুরিকাঘাতে হত্যা এবং পরে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে ওই নাগরিককে। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ মার্চ মদিনা শহরে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়- এদিন পবিত্র রমজান মাসের পঞ্চম দিন ছিল।

ইএসওএইচআর আরও জানিয়েছে, এ বছর ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। যা ২০২১ সালের সংখ্যা থেকে ৬৯ জন বেশি।

চলতি বছরের শুরুতে ব্রিটিশভিত্তিক রিপ্রিভ এবং ইএসওএইচআর’র প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বাদশাহ সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে এক হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটিতে মূলত শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর দ্য গার্ডিয়ান

এপ্রিল ০৪, ২০২৩ at ১০:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

%d bloggers like this: