কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করেন ‘উম্মাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী দ্বারা পরিচালিত সংগঠন।
৪ এপ্রিল( রবিবার) সকাল ৯ টা থেকে আল কোরআন বিতরণ শুরু হয়। ক্যাম্পাসে মোট ১১২ টি আল কুরআন বিতরণ করেন তাঁরা। বিজনেস ফ্যাকাল্টির সামনে মোট দুইটি স্টলে আলাদাভাবে ছেলে ও মেয়েদের মাঝে বিতরণ করা হয়।
উদ্যোগ গ্রহণকারী ব্যক্তিরা জানান, কুবির যেকোনো শিক্ষার্থী যারা কুরআন নিতে ইচ্ছুক ছিল তাদের মধ্যে ১১২টি কুরআন বিতরণ করেছি। অমুসলিম শিক্ষার্থীরাও চাইলে আমাদের থেকে কুরআন নিতে পারবেন এক্ষেত্রে তারা নাম প্রকাশে অনিচ্ছুক হলে আমাদের ফোন নাম্বারে ফোন দিলেই পাওয়া যাবে বিনামূল্যে কুরআন।
উম্মার সদস্য সিমায় নূর বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের এই আয়োজন। আমাদের কাছে স্বল্প-সংখ্যক কুরআন ছিল (১১২ টি)। তাই শুধু স্বশরীরে উপস্থিত মুসলিম শিক্ষার্থীদের একটি করে অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়েছে । ইচ্ছে থাকলেও এর বেশি দেয়া, বা অনুপস্থিত ব্যক্তির জন্য কুরআন রেখে দেয়ার সুযোগ আমাদের নেই।
অন্য এক জন সদস্য বলেন, মাত্র ২৫ মিনিটে আমাদের ১১২টি কোরআন বিতরণই শেষ হয়ে যায়। খুব খারাপ লেগেছে অনেকজনকে ফেরত পাঠাতে হয়ছে যারা এসেছিল শুধুই কোরআন নেওয়ার জন্য। তবে এটা ভেবে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা প্রজেক্টটা শেষ করতে পেরেছি। আমাদের ইচ্ছা ছিলো রমাদানের আগে দিবো কিন্তু কিছু প্রতিবন্ধকতার কারণে কিছু দিন দেরি হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আবার দেওয়া হবে।
সাধারণ শিক্ষার্থী ফাহিম মুনতাসির বলেন, রমজান মাসে এমন একটা উদ্যোগ অনেক ভালো। এই মাস তো কোরআন নাজিলের মাস। আল্লাহ উদ্যোগ গ্রহণকারীদের উত্তম প্রতিদান দিক।
এপ্রিল ০৪, ২০২৩ at ১১:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/তুই/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.