সুস্বাস্থ্য অনেকটাই নির্ভর করে শরীর ফিট থাকার ওপর। আর সেই শরীরই যদি থাকে ক্লান্তি আর দুর্বলতায় মোড়ানো, তাহলে জীবন হয়ে ওঠে বিষাদময়। কিন্তু আপনি জানেন কি, বিশেষজ্ঞরা প্রায়ই ক্লান্ত ও দুর্বল লাগার জন্য দায়ী করেছেন একটি দীর্ঘমেয়াদি জটিল রোগকে।
শুধু রাত জাগলেই শরীরে ক্লান্তি আর দুর্বলতা ভর করে, এমন ধারণায় অনেকে আটকে আছেন। তাই অনেকে এ সমস্যাকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু সমস্যাটা এখনই গুরুত্ব দেয়া না হলে তা আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রায়ই ক্লান্ত ও দুর্বল লাগা প্রসঙ্গে চিকিৎসকরা বলছেন, শরীরে ডায়াবেটিস হানা দেয়ার আগে এমনটা হয়ে থাকে। নীরব ঘাতক ডায়াবেটিস শরীরে বাসা বাধার আগে এ লক্ষণের পাশাপাশি আরও কিছু লক্ষণ শরীরে স্পষ্ট থাকে।
যেমন: ওজন কমে যাওয়া, পায়ে ক্রমাগত ঝাঁকুনি বা অসাড়তা লক্ষ্য করা, ত্বকের যেকোনো স্থানে লাল দাগ তৈরি, অত্যধিক তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, দুষ্টি শক্তি ঝাপসা হওয়া, কোনো কিছুতে মনোযোগ সহজে দিতে না পারা, রক্ত চলাচল কমে যাওয়া, ক্ষত স্থান সহজে না শুকানো ইত্যাদি।
তাই এসব লক্ষণ দেখে দেরি করবেন না। একজন চিৎিসকের শরণাপন্ন হয়ে দ্রুত খুঁজে বের করুন ক্লান্ত ও দুর্বল লাগার আসল কারণ। তবেই কোনো জটিল রোগ শরীরে বাসা বাধার আগেই আপনি নিরাপদ দূরত্বে থাকবেন সে জটিল রোগ থেকে। ছবি- সংগৃহীত।
এপ্রিল ০৪, ২০২৩ at ১১:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.