বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। দিনব্যাপী ব্যস্ত সময় পার করবেন তাঁরা । গত ২ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাজীব সিদ্দিকী ও পার্বত্যমন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব(উপসচিব) মো: লিয়াকত আলীর পৃথক স্বাক্ষরের প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়,
বুধবার (৫ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা থেকে পোষ্ট হেলিপ্যাড উদ্যোশে যাত্রা করবেন দুই মন্ত্রী। ৯টায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপস্থিত।
এর পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলীর জারুলিয়া ছড়ি বিজিবির বিওপিতে উপস্থিত হয়ে সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার কাজু বাগান ও কপি বাগান পরির্দশন ও চাষিদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হবে। সভার শেষে সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি ত্যাগ করে বান্দরবান হয়ে খাগড়াছড়ি উদ্যোশে যাত্রা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানান। এসময় দুই মন্ত্রণালয়ের একান্ত সচিব,ব্যাক্তিগত কর্মকর্তা,জনসংযোগ কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁদের সফর সঙ্গী হবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
আর এদিকে, দুই মন্ত্রী নাইক্ষ্যংছড়িতে আগমন বিষয়টি নিশ্চিত করেন উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি। বান্দরবান জেল আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী জানান, দীর্ঘদিন পর দুই মন্ত্রী নাইক্ষ্যংছড়ি আগমনে উপজেলার আপামর জনগণ উৎফুল্ল ভাব দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিবান্ধব।
শেখহাসিনা সরকার তৃণমূল এর চাষাবাদ উন্নয়ন এর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। পার্বত্য নাইক্ষ্যংছড়িতে কৃষি বিভাগের তদারকিতে কাজুবাদাম ও কপি চাষ সহ সজিনা, মালটা চাষে উদ্ভোদ্ধ করে পাহাড়ী এলাকায় সাধারণ মানুষের অর্থনৈতিক অঞ্চলে রুপান্তর করতে সক্ষম হচ্ছে বলে জানান তিনি।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেনু ওয়ান চাক জানান, পার্বত্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী সরকারীভাবে সফর করবেন নাইক্ষ্যংছড়িতে তা দলীয় বরাবরে প্রেসবিজ্ঞপ্তিতির অনুলিপি হাতে পেয়ে নিশ্চিত হয়েছি। তবে দুই মন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় ভাবে মতবিনিময় সভা করে সার্বিক প্রস্তুতি নিয়েছি।
এপ্রিল ০৪, ২০২৩ at ১৫:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএকা/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.