রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) আগুনে সকাল থেকে ধোঁয়ায় পুরো আকাশ কালো হয়ে যায়। এসময় পোশাক ব্যবসায়ীদের হতাশ হয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়।
বঙ্গবাজারের ইভা ফ্যাশনের স্বত্বাধিকারী ইব্রাহিম জানান, আসন্ন ঈদের আগে নতুন মালামালসহ তার দোকানে ২০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ছিল। কিন্তু আজ সকালের আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই দোকান রয়েছে আড়াই হাজারের মতো। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছিলেন দোকানে। আগুন কেড়ে নিল সব।
এখন আর ব্যবসায়ীদের পুঁজি বলতে কিছু থাকল না। তাদের পক্ষে কথা বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি সরকারের কাছে দাবি জানান, রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের যেন সাত শ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাবি, এলাকাটি অর্থাৎ পুরো মার্কেটপ্লেসটি ২০১৯ সালই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। মার্কেটসংশ্লিষ্টদের এ জন্য ১০বার নোটিস করা হয়েছিল বলেও দাবি করা হয় দপ্তরটির মহাপরিচালকের পক্ষ থেকে। স্বপ্ন পুড়ে ছাই হয়ে পথে বসা ব্যবসায়ীরা কী আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন? কবে আবার তাদের মুখে ফুটবে হাসি?
এপ্রিল ০৪, ২০২৩ at ১৮:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.