কুড়িগ্রামের চিলমারীতে সাড়ে ৪’শ পিস ইয়াবা সহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, থানাহাট ইউনিয়নের কিশামত বানু এলাকার আজিজুল হকের ছেলে আজাদ মিয়া(৩৯) ও একই ইউনিয়নের বজরা তবকপুর এলাকার সুরুজ্জামানের ছেলে মিনহাজুল ইসলাম(২২)।
মঙ্গলবার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের কিশামত বানু এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. আতিকুর রহমান।
থানা সূত্র বলছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে থানাহাট ইউনিয়নের কিশামতবানু এলাকা থেকে ৪৫০পিস ইয়াবাসহ দুইজন কে আটক করে থানার হেফাজতে নেয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, চিলমারী ও উলিপুর উপজেলাসহ গোটা জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
এপ্রিল ০৪, ২০২৩ at ২০:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ফহ/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.