পাইকগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাত পরোয়ানার আসামিকে গ্রেফতার করেছ। গ্রেফতার ব্যক্তিরা হলেন, গদইপুর ইউনিয়নের কুরবান শেখের ছেলে হযরত শেখ (৩৫)।
ছলিম শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৪৯), সোলাদানা ইউনিয়নে মোহম্মদ আলীর ছেলে কামরুজ্জামান (৪০) কপিলমুনি ইউনিয়নের আত্তাব আলীর ছেলে বিল্লাল (২৭), কপিলমুনি ইউনিয়নের আবুল হোসেন মোল্লার ছেলে আবুল বাঁশার (২২) পাগল সরদারের ছেলে সামছুর সরদার (৬০) রাড়ুলী ইউনিয়নের মান্দার মোড়লের ছেলে আবু তালেব মোড়লকে (৬৬) গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার পরোয়ানার আসামিরা টাকা পয়সা লেনদেন চেকের মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এপ্রিল ০৪, ২০২৩ at ২০:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.