ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রা শুরু করলো দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুম। মঙ্গলবার বিকালে পৌর শহরের দুধসারা রোড মোল্লা মার্কেটে মিনিস্টার-মাইওয়ানের মেগা শো-রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন ও ঈদ উপলক্ষে সকল পণ্য ক্রয়ের উপর বিশেষ ছাড় এবং অফার ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, গ্রুপের পরিচালক মো. রফিকুল ইসলাম লিটন, সাবেক পৌর মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, প্রাক্তন শিক্ষক ও সমাজ সেবক মো. আব্দুল মালেক মাস্টার প্রমূখ।
এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এপ্রিল ০৪, ২০২৩ at ২১:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরা/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.