মেট্রোরেল চলাচলে আরও ২ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। যে অনুযায়ী আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে মেট্রোরেল।
বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন। ডিএমটিসিএল এমডি জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা ৯টি স্টেশনের সব কটি চালু হয়েছে। আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে।
তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলবে। তিনি আরও বলেন, মেট্রোরেল চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী চলাচল করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এপ্রিল ০৫, ২০২৩ at ১০:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢাপো/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.