নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি রাজধানীর বঙ্গবাজার ও এনেক্সকো টাওয়ারসহ আশপাশের ভবনের আগুন। এ আগুন কখন পুরোপুরি নেভাতে পারবে, তাও সুনির্দিষ্ট করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মূল আগুন নিয়ন্ত্রণে এলেও বুধবার (৫ এপ্রিল) সকালে বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারসহ বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।
মঙ্গববার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে লাগা আগুন দুপুরে নিয়ন্ত্রণে আসার একদিন পর আজ (বুধবার) সকাল পর্যন্তও বঙ্গবাজারের পাশের এনেক্সকো টাওয়ার ও গুদামে ধোঁয়া উঠছিল।
এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে অনবরত ধোঁয়ার সঙ্গে বের হতে দেখা যায় আগুনের ফুলকি। রাতভর আগুন নেভানোর চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপ আর বাতাসের কারণে আসেনি সাফল্য।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ হতাহত না হলেও ফায়ার সার্ভিসের আটজন আহত হয়েছেন। আগুনে প্রায় সাড়ে ৫ হাজার দোকান পুড়ে গেছে।
এপ্রিল ০৫, ২০২৩ at ১১:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.