হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের রংপুরিয়া মার্কেট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. ভোলার বাড়ি হতে ৪শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে পৌরশহরের ভান্ডারা এলাকার আজিজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (৩৫),জমিরুল হকের ছেলে আক্তারুজ্জামান(৩৫) ও আবু তাহেরের ছেলে মানিক (২৬) কে আটক করে। এ সময় তাদের কাছে ৪শ গ্রাম গাঁজা ও একটি গাঁজা সেবনের কলকি পাওয়া যায়। টের পেয়ে মাদক ব্যবসায়ী ভোলা আগেই পালিয়ে যায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরশহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে ৩ যুবককে গাঁজাসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার ৫ এপ্রিল তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।
এপ্রিল ০৫, ২০২৩ at ১২:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.