সৌদি পর্যটন বোর্ডের দূত হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার তার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। এতে মেসির পারিশ্রমিক বছরে ৪০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি হবে।
সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট ও ওকাজ ও আল–হিলালের এই প্রস্তাব পাঠানোর খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, “মেসিকে আনুষ্ঠানিকভাবেই এই প্রস্তাব পাঠানো হয়েছে।” তারা আরও জানিয়েছে, “আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো সাতবারের বর্ষসেরা মেসি যা যা সুবিধা চান, তার সবকিছু পূরণের প্রতিশ্রুতি রয়েছে এই প্রস্তাবে।
পিএসজিতে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। যে কারণে তাকে পেতে বেশ আগে থেকেই দৌড়ঝাপ শুরু করেছে ক্লাবগুলো।
গত মাসে সৌদি আরবে গিয়েছিলেন মেসির বাবা হোর্হে মেসি। তখন গুঞ্জন উঠেছিল, ছেলের দলবদল নিয়ে কথা বলতেই বুঝি সেখানে গিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন পক্ষই মুখ খোলেনি।
এদিকে পিএসজিতেও মেসির ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। কাতারি মালিকাধীন ক্লাবটি তাঁকে রেখে দিতে চাচ্ছে। কিন্তু চুক্তি নবায়ন করলে আগামী মৌসুমে তাঁর যে বেতন হবে, সেটা দিতে গেলে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ ঠিক রাখতে সমস্যা হবে। সে ক্ষেত্রে অন্য ফুটবলারদের বেতন কমাতে হবে ক্লাবকে। এ কারণে তারা চাইছে মেসির বেতন ৩০ শতাংশ কমাতে। কিন্তু মাসে ৩৩ লাখ ৭০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকা) পারিশ্রমিক পাওয়া আর্জেন্টাইন তারকা তাতে রাজি নন। চাওয়া অনুযায়ী পারিশ্রমিক না পেলে মেসি প্যারিস ছেড়ে চলে যাবেন বলেও খবর দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যম।
আল-হিলালের ৪০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি হলে পারিশ্রমিকে আবারও শীর্ষে উঠে আসবেন মেসি। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’ জানিয়েছে, পিএসজিতে গত বছর ১২ কোটি ডলার আয় করেন আর্জেন্টাইন তারকা। কিলিয়ান এমবাপ্পের আয় ছিল ১২ কোটি ৮০ লাখ ডলার।
শেষ পর্যন্ত আল–হিলালের ৪০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি হন মেসি তাহলে পারিশ্রমিকে আবারও শীর্ষে উঠে আসবেন। এখন দেখার বিষয় তেমন কিছু আসলে হয় কি না।
এপ্রিল ০৫, ২০২৩ at ১৩:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢা/ইর
Comments are closed, but trackbacks and pingbacks are open.