বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিপ্লবী সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এ্যাড. রানাদাশ গুপ্ত (বীর মুক্তিযোদ্ধা) ও সিনিয়র সহ. সাধারন সম্পাদক মনিন্দ্র কুমার নাথ বিশেষ কাজে বাগেরহাট যাওয়ার পথে গোপালগঞ্জ জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে জেলা ঐক্য পরিষদের নেতা কর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক প্রানোতোষ আচার্য শিবু, জেলা ঐক্য পরিষদের উপদেষ্টা এ্যাড. কালাচাঁদ বল, সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস পল্টু (বীর মুক্তিযোদ্ধা), সহ. সভাপতি সরোজ কান্তি বিশ্বাস (খোকন), মি: রবিনসন মন্ডল, মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, পবিত্র কুমার সাহা।
সাধারন সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস , সহ. সাধারন সম্পাদক আশীষ কুমার বাগচী (সহকারী অধ্যাপক), সহ. আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পল্লব বিশ্বাস , কোটালীপাড়া ঐক্য পরিষদের সভাপতি সুভাস চন্দ্র বালা, সাধারন সম্পাদক মি: সুধা রঞ্জন রায়, মুকসুদপুর উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সমীর কুমার বিশ্বাস।
টুঙ্গিপাড়া উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শুকদেব মন্ডল, সাধারন সম্পাদক কিরণ চন্দ্র হীরা, কাশিয়ানী উপজেলা ঐক্য পরিষদের সভাপতি রমনী মোহন বিশ্বাস , জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিলন চন্দ্র বাড়ৈ, বাদল বিশ্বাস , সহ. মহিলা বিষয়ক সম্পাদক রাধা রানী বড়াল, সহ. ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হেমন্ত বিশ্বাস কৃষ্ণসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ্যাড. রানা দাশ গুপ্ত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের পূর্ন ভূমি গোপালগঞ্জের নেতৃবৃন্দের ভালোবাসায় আমি খুব খুশি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। তার জন্য যেকোন সংগ্রাম আন্দোলন করতে আমরা প্রস্তুত।
এপ্রিল ০৫, ২০২৩ at ১৫:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দুবি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.