রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে হাজার হাজার কাপড় ব্যবসায়ীর স্বপ্ন। চোখের সামনে তারা দেখেছেন তিল তিল করে গোড়া তোলা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দাউদাউ করে জ্বলা আগুনের লেলিহান শিখা। এ ঘটনায় বঙ্গবাজার ও তার সঙ্গে লাগোয়া কয়েকটি মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিছু কিছু পোশাক রয়েছে যেগুলো সামান্য পুড়েছে, পানিতে ভিজেছে বা পোড়ার দাগ লেগেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এসব পোশাক উদ্ধার করে রাখছেন। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।
তাহসানের পোড়া লুঙ্গি কিনে রাখার এমনই একটি ছবি বিদ্যানন্দের ফেসবুকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে আরও লেখা হয়েছে, বঙ্গবাজারের কাপড় পরে বড় হইছি।
আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারব না? নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।
এপ্রিল ০৫, ২০২৩ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/যু/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.