ঝিনাইদহের কোটচাঁদপুরে সেলুন দোকানীকে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার হরিনদিয়া গ্রামের মুত আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন (পলাতক) ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।
আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারী রাতে উপজেলার হরিনদিয়া বাজারে সেলুনের দোকানীকে বিমল চন্দ্র দাসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিনই অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে তার ছোট ভাই মদন চন্দ্র দাস।
মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারী পুলিশ ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে হাফিজুর রহমান ও নাসির উদ্দিনকে আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছে।
এপ্রিল ০৫, ২০২৩ at ২০:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরাউ/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.