যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) মহাবিদ্যালয়ে শহীদ আসাদ হলে বহিরাগত সন্ত্রাসীদের তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৫ মার্চ) বিকালে কয়েক শত শিক্ষার্থী প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিল করেন।
এর আগে সকাল সাড়ে ১১ টায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা হলে হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবাসস্থল তছনছ করে দেয়। আসাদ হলের আবাসিক ছাত্র জুবায়ের আহমেদ রকি, আলিমুল ইসলাম সাজু, শাহীন হোসেন ও আরাফাত হোসেন অনিকসহ অনেকে জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে হলে আসেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস।
এ সময় তার সাথে থাকা বহিরাগত সন্ত্রাসীরা হলের ২০১, ২০৩, ২০৪, ২০৬, ২০৭ সহ আরো কয়েকটি কক্ষে ভাংচুর করে। কক্ষের মধ্যে থাকা ছাত্রদের বই, খাতা ছিড়ে ফেলা হয়। চেয়ার, টেবিল, ফ্যান ভাংচুর করা হয়েছে। কি কারণে তারা এই হামলা করেছেন তা সাধারণ শিক্ষার্থীরা বুঝে উঠতে পারেননি।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, রেলগেটের সন্ত্রাসী বাবুকে আমরা চিনতে পেরেছি। বাকি হামলাকারীদের আমরা চিনি না। এদিকে এই হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল থেকে হামলাকারীদের আটকের দাবি জানান।
মিছিলে অংশ নেন এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা উজ্জ্বল, আসাদ হলের আবাসিক শিক্ষার্থী আলিমুল ইসলাম সাজু, আরিফ হোসেন প্রমুখ।শিক্ষার্থীরা আসাদ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। তারপর চেতনায় চিরঞ্জীব মোড়, প্রশাসনিক ভবন।
এপ্রিল ০৫, ২০২৩ at ২০:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রুআ/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.