আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।
বুধবার (৫ এপ্রিল) বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।
অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ গণমাধ্যমকে জানান, ১৬ এপ্রিল এবং তারপরের তারিখের টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রি করা হবে।
উল্লেখ্য, ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিটও ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। এবার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।
এপ্রিল ০৫, ২০২৩ at ২১:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আটি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.