সরকারের বৈকালিক চেম্বার স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রথম জরুরি সিজারিয়ান অপারেশন হলো যশোরের মণিরামপুরে। সদ্য চালু হওয়া এ কার্যক্রমের জরুরি সিজারিয়ান অপারেশনে প্রাণ বাঁচল প্রসূতি ও নবজাতকের। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে এ অপারেশন সম্পন্ন হয়।
মঙ্গলবার বিকেল ৩টায় মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের উম্মে হাবিবা নামে এক প্রসূতির প্রসব ব্যথা ওঠে। স্বজনরা তাকে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে বৈকালিক চেম্বারের থাকা গাইনি চিকিৎসকের কাছে পাঠায়।
প্রসূতি উম্মে হাবিবা জানান, হাসপাতালে আসার পর চিকিৎসক সাবিহা মুত্তাকি জরুরি ভিত্তিতে তাকে গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন। বৈকালিক চেম্বারে থাকা গাইনি চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘সরকার তৃণমূল পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বৈকালিক চেম্বার কার্যক্রম শুরু করেছে। সেখানে সিজারিয়ান অপারেশনসহ ছোট খাটো অপারেশন করার বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে। যশোরের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার কার্যক্রম চালু রয়েছে।
এরমধ্যে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার বৈকালিক সেবা কার্যক্রমের আওতায় প্রথম সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। প্রসূতি ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তিনি আরও বলেন, ‘মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা অপারেশন কার্যক্রম চালু নেই।
ফলে এরআগে কোনো রোগীর অপারেশন জরুরি হলে তাকে জেলা সদরে রেফার করা হতো। বৈকালিক চেম্বার চালু হওয়া মঙ্গলবার এক প্রসূতিকে জরুরি অপারেশন সেবা দেয়া সম্ভব হয়েছে। নামমাত্র খরচে ওই প্রসূতি এ সেবা নিতে পেরেছেন।
এপ্রিল ০৫, ২০২৩ at ২১:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.