দিনাজপুর বিরামপুরে ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বুধবার (০৫ এপ্রিল) রাত ৯ টার দিকে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের জনৈক আব্দুল লতিফ এর ছেলে মো.আহাদ আলীর বসতবাড়ির সামনে বিজুল সরকারপাড়াগামী কাঁচা মাটির রাস্তার উপর থেকে আটক করা হয়।
আটক সোলাইমান আলী (২৪) বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্তর নেতৃত্বে উদ্ধারকারী অফিসার এসআই মো. মনিরুজ্জামান ও সঙ্গীয় অফিসার ফোর্স। আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সোলাইমান আলীকে আটক করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আটককৃত আসামরি বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।
এপ্রিল ০৬, ২০২৩ at ১২:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নূই/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.