ফেনী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. ইব্রাহিম বাবলু ও সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী ইমরুল এহসান।
বুধবার (৫ এপ্রিল) সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. নুরুল হুদা জনি, মো. দেলোয়ার হোসাইন,আবদুল আউয়াল,সায়েদ আবদুল্লাহ মো. জাবেদ, যুগ্ম – সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, নুরুল আহাদ ফারহান, মো. আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবরার ফাহিম, অর্থ সম্পাদক জাহিদুল হক ফাহাদ ও ফারিয়া আক্তার রিমি, দপ্তর সম্পাদক মো. আবিদুর রহমান, প্রচার সম্পাদক নাঈম উদ্দিন খন্দকার সহ অন্যান্যরা।
উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এপ্রিল ০৬, ২০২৩ at ১৫:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/তুই/ইর
Comments are closed, but trackbacks and pingbacks are open.