ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন নামের ৪০ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত সুমন উপজেলা যুবলীগ কর্মী।
বুধবার (৫এপ্রিল) রাত ১০ টার দিকে নলছিটি পৌর এলাকার হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি (শীতলপাড়া) এলাকার আমজেদ হোসেনের ছেলে। পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে রাতেই মাঠে নেমেছে পুলিশের গোয়েন্দা সংস্থা। তবে ঘটনার ১দিন হতে চললেও গ্রেফতার হয়নি কেউ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমন ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে দাড়িয়ে ছিলেন এসময় কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। সুৃমন দৌড়ে পাশ্ববর্তী একটি তেলের দোকানে আশ্রয় নিলে। সেখানে বসে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান হত্যাকান্ডের তথ্য গনমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন। যুবলীগের এক নেতা এবং ঘটনাস্থলের কাছে থাকা একটি তেলের দোকানদারকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি আরো জানান, ‘বুধবার রাত ১০ টার দিকে হাইস্কুল রোডে সুমনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে গনমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে নলছিটি পৌর এলাকার অনেকেই বলছেন, ‘উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফের জামাতা যুবলীগ কর্মী ড্রেজার ব্যবসায়ী মুন্যা তার দলবল নিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের পুর্ব শত্রুতা ছিলো বলেও জানায় অনেকে।
এপ্রিল ০৬, ২০২৩ at ১৬:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাহো/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.