ঝালকাঠির রাজাপুরে ছাগলে বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় দুই গাছ ব্যবসায়ীকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর সাতুরিয়া গ্রামে বুধবার (৫এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। পা ভেঙে আহত গাছ ব্যবসায়ী নাসির উদ্দিন ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে রশিদ মিয়া রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
অপর পক্ষের আহত নাবিলও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। বৃহস্পতিবার দুপুরে আহত নাসির মিয়ার অভিযোগ, তাদের বোরো বীজ তলা ছাগল খাওয়ায় প্রতিবাদ করায় স্থানীয় প্রতিপক্ষ হান্নান, নাঈম, নাবিল ও দেলেয়ারসহ একদল ব্যক্তি তাদের উপর লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে।
এসময় ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। অভিযুক্ত নাবিল দাবি করেন, প্রতিপক্ষরা তাদের ছাগল ধরে নিয়ে গেলে তা জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নাবিলও আহত হয়। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় পা ভেঙে যাওয়া ব্যবসায়ী নাসির মিয়া লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এপ্রিল ০৬, ২০২৩ at ১৭:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাহা/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.