যশোরের শার্শায় ২৫০ বোতল ফেন্সিডিল সহ সেকেন্দার সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। আটক সেকেন্দার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের ইমাম সরদারের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, মাদক পাচারের গোপন খবরে, উপজেলার পাঁচভুলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এপ্রিল ০৬, ২০২৩ at ১৭:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএস্ব/সুরা
Comments are closed, but trackbacks and pingbacks are open.